অলৌকিক অণু বা Miracle Molecule খ্যাত তালবীনা হজমের সমস্যা, হতাশা, স্ট্রেস ও মানসিক দুশ্চিন্তা দূর করে।
হতাশা, স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা দূর করে মনে আনে ফুরফুরে আমেজ।
শারিরীক দুর্বলতা ও অলসতা দূর করে প্রোডাক্টিভিটি বাড়িয়ে তোলে।
হার্টের রোগের মহাঔষধ তালবিনা। সুস্থ ও স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে।
হজম শক্তি বৃদ্ধি করে। পেটের জ্বালাপোড়া, এসিডিটি, বদহজম ইত্যাদি দূর করে।
উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় পুরাতন আমাশয় বা IBS রোগের জন্য বেশ কার্যকরী
ক্ষুধা হ্রাস করে এবং ওজন হ্রাসে সহায়তা করে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তাঁর পরিবারের কোন ব্যক্তি মারা গেলে মহিলারা এসে সমবেত হলো। তারপর তাঁর আত্মীয়রা ও বিশেষ ঘনিষ্ঠ মহিলারা ব্যতীত বাকী সবাই চলে গেলে, তিনি ডেগে ’তালবীনা’ পাকাতে নির্দেশ দিলেন। তা পাকানো হলো। এরপর ’সারীদ’ (মাংসের মধ্যে রুটি টুকরো করে দিয়ে তৈরী খাবার) প্রস্তুত করা হলো এবং তাতে তালবীনা ঢালা হলো। তিনি বললেনঃ তোমরা এ থেকে খাও। কেননা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, তালবীনা রুগ্ন ব্যক্তির চিত্তে প্রশান্তি এনে দেয় এবং শোক দুঃখ কিছুটা লাঘব করে।